লাশের পাশে বসে হাসছেন পূজা!

0
489

খুলনাটাইমস বিনোদন: মায়ের লাশ পড়ে আছে, পাশে বসে অদ্ভুত ভঙ্গিতে হাসছেন পূজা। বুঝতে অসুবিধা হচ্ছে না- খুনটা পূজাই করেছেন! ছোটবেলায় পূজার বাবা মারা গেছেন, মা তাকে পরম আদরে বড় করেছেন। কিন্তু সেই মাকে কেন পূজা খুন করলো? উত্তর জানার জন্য দেখতে হবে জাজ মাল্টিমিডিয়ার আপকামিং হরর মুভি ‘জ¦ীন’। সত্য ঘটনা (আলোকে) আঁধারে…’-এভাবেই জ¦ীন’ সিনেমার পোস্টার প্রকাশ করে ক্যাপশন লেখা হয়। জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে ‘জ¦ীন’ সিনেমার আরও একটি অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়।এ পোস্টারটিও আগের দু’টো পোস্টারের মতো আলোচনায় এসেছে। নির্মাতা নাদের চৌধুরীর নির্মাণ করেন ‘জ¦ীন’। এতে অভিনয় করেছেন সজল, রোশান, পূজা ও মুনসহ আরো অনেকে। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুতে মুক্তি পাবে বলে জানা গেছে।