লন্ডন হাইকমিশন “মুজিব শতবর্ষ বিশেষ সেবা সপ্তাহ” পালন করবে

0
261

খুলনাটাইমস ডেস্ক : লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকী উদ্যাপনের অংশ হিসাবে ‘মুজিব শতবর্ষ বিশেষ সেবা সপ্তাহ’ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম মঙ্গলবার লন্ডন-বাংলা প্রেসক্লাবে ‘ডায়লগ উইথ হাইকমিশনার’ শীর্ষক এক অনুষ্ঠানে একথা বলেন। বাংলাদেশের বাইরে প্রবাসী বাংলাদেশী সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রাচীনতম প্রতিষ্ঠান ‘লন্ডন-বাংলা প্রেসক্লাবের’ তিন শতাধিক সদস্য এ ডায়ালগ অনুষ্ঠানে অংশ নেন। ‘লন্ডন-বাংলা প্রেসক্লাবের’ সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ যোবায়েরের সঞ্চালনায় এ অনুষ্ঠানটি ছিলো খুবই আন্তরিক ও প্রাণবন্ত। বৃহস্পতিবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়েছে, প্রায় দু’ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে হাইকমিশনার বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, ১৭ মার্চ ২০২০ থেকে মুজিববর্ষ পালন শুরু হচ্ছে। আগামী বছরের ১৭ মার্চ পর্যন্ত জাতির পিতার জন্ম-শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন লন্ডনসহ যুক্তরাজ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক শহরগুলোতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে “মুজিব শতবর্ষ বিশেষ সেবা সপ্তাহ”। লন্ডন মিশন থেকে যেসব সেবা নিয়মিত দেয়া হয় এই বিশেষ সপ্তাহে সেগুলো স্বাভাবিক সময়ের চেয়ে দ্রুত দেয়া হবে উল্লেখ করে হাইকমিশনার বলেন, সেবাগুলোর মধ্যে রয়েছে নতুন পাসপোর্ট ইস্যু ও নবায়ন, বাংলাদেশী-ব্রিটিশদের এনভিআর ইস্যু, পাওয়ার অব এটর্নি সম্পাদন, জন্ম-নিবন্ধন এবং বাংলাদেশে জমিজমা সংক্রান্ত জটিলতাসহ বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে সহযোগিতা প্রদান। সম্ভাব্যক্ষেত্রে কিছু কিছু সেবা তাৎক্ষণিক প্রদান করা হবে বলেও তিনি উল্লেখ করেন। হাইকমিশনার বলেন, সেবার মান বাড়ানোর পাশাপাশি হাইকমিশন গত বছর জাতীয় দিবসগুলো পালনসহ বিভিন্ন ধরনের ৩০টিরও বেশি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং লন্ডনস্থ বাংলাদেশ মিশনের বিভিন্ন খবর সুন্দরভাবে প্রচার করার জন্য ব্রিটিশ-বাংলাদেশী সাংবাদিকদের ধন্যবাদ জানান।