লখপুরে জনপ্রতিনিধির মহতী উদ্যোগ ৫ বছরে ব্যপক উন্নয়ন

0
163

চুলকাঠি প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে একজন জনপ্রতিনিধি জনগনের কল্যানে সৎ ও নিষ্টার সাথে তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযত ভাবে পালন করে বিগত ৫টি বছরে একটি ওর্য়াডের ব্যপক উন্নয়ন ঘটিয়ে সুনাম অর্জন করেছেন। স্বচ্ছতা জবাবদিহিতা ও জনঅংশ গ্রহনের মাধ্যমে সৎ ও নিষ্ঠার সাথে প্রতিটি কাজ জবাবদিহিতার সাথে করা হলে ওর্য়াড বাসির যে চাহিদা তা অনেকাংশে পূরণ করা সম্বব হবে বলেও তিনি মন্তব্য করেছেন।
জানা গেছে, উপজেলার ২নং লখপুর ইউনিয়নের ৩নং খাজুরা ওয়ার্ডের মরহুম সৈয়দ আলীর পুত্র শেখ আলী আহম্মদ ২০১৬সালের ইউপি নির্বাচনে ব্যাপক ভোটে ইউপি সদস্য নির্বাচিত হন। নির্বাচিত হওয়ার পর তার লক্ষ্য ছিল জনগনে কল্যানে কাজ করে এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়া। তারই ধারাবাহিকতায় তিনি প্রথমে তার নিজস্ব অর্থায়নে ১৭টি কাচা রাস্তায় সাড়ে ৩হাজার ফুট ইটের সলিং নির্মাণ করেন। শুধু তাই নয়, সরকারী ও বেসরকারী ভাবে তিনি আরো ১২শত ফুট কাচা রাস্তায় ইটের সলিং নির্মান করেছেন। এছাড়াও তিনি এমপি বরাদ্ধ হতে ১হাজার ফুট, এডিপি বরাদ্ধ হতে ৩হাজার ফুট, এলজিএসপির বরাদ্ধ হতে ৭হাজার ফুট রাস্তায় ইটের সলিং নির্মান করেছেন, যা তার ওর্য়াডে শতভাগ পাকা করণ করা হয়েছে। এছাড়াও বর্তমানে ৮টি রাস্তায় পিচের সলিং নির্মানের জন্য আইডি নাম্বার পড়েছে। চলতি বছরে এই ৮টি রাস্তায় পিচের কাজ নির্মান করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। লখপুর ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, ৩নং খাজুরা ওর্য়াডে সমাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১শত জনকে বয়স্ক ভাতা, ৫০জনকে বিধবা ভাতা, ৮০জন মহিলাকে মাতৃত্বকালীন ভাতা, ৫জন ভুমিহীনকে ঘর প্রদান, ৪০দিনের কর্মসূজন কর্মসুচির ২৩জন শ্রমিক দিয়ে ১৫টি ইটের রাস্তার পাশের্^ টেকসই রাস্তা নির্মানের জন্য সাইড সোল্ডারে মাটি ভরাট নির্মাণ, ২৪১জন দরিদ্র পরিবারকে ফেয়ার প্রাইজের কার্ডের মাধ্যমে ১০টাকা মূলের চাউল, ৪শত পরিবারকে ভিজিডির কার্ডের মাধ্যমে ৩০ কেজি চাউল প্রদান, ছাড়াও ২৫টি সোলার লাইট, ৫টি মসজিদে হোম সোলার, সরকারী ও বেসরকারী ভাবে প্রায় ৫০টি পরিবারকে গভীর/অগভীর নলকুপ প্রদান সহ সাইড ওয়াল এবং ব্রীজ কালভেট নির্মান করা হয়েছে। শেখ আলী আহম্মদ বর্তমানে লখপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। তাঁর পিতা মরহুম সৈয়দ আলী ছিলেন উক্ত ওর্য়াডের দুইবারের নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রবীন আওয়ামী লীগ নেতা। এ ব্যাপারে ইউপি সদস্য শেখ আলী আহম্মদ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, স্বচ্ছতা জবাবদিহিতা ও জনঅংশ গ্রহনের মাধ্যমে সৎ ও নিষ্ঠার সাথে প্রতিটি উন্নয়ন মুলক কাজ যদি করা হয়,তাহলে ওর্য়াড বাসির অধিকংশ চাহিদা অনেকাংশে পূরণ করা সম্বব বলেও তিনি মন্তব্য করেন।