র‌্যাব-৬’র ঈদের উপহার প্রদান আত্মসমর্পণকৃত বনদস্যুদের

0
594

নিজস্ব প্রতিবেদক, খুলনাটাইমস:
সুন্দরবনের দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরা সাবেক বনদস্যু-জলদস্যু বাহিনীর সদস্যদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী প্রদান করেছে র‌্যাব-৬। বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে খুলনার লবনচরাস্থ র‌্যাব-৬ সদর দপ্তরে এসকল সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন লে: কমান্ডার জাহিদুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন এডজুডেন্ট সিনিয়র এএসপি নুরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

অনুষ্ঠানে আত্মসমর্পণকৃত তিনটি সাবেক বনদস্যু-জলদস্যু বাহিনীর ৩১জন সদস্যকে ঈদুল ফিতরের উপহার হিসেবে পাঞ্জাবী, লুঙ্গি, শাড়ী, সেমাই, দুধ, চিনি বিতরণ করা হয়। গত ২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ’র হাতে অস্ত্র তুলে দিয়ে খুলনায় এসকল বনদস্যুরা আত্মসমর্পন করেন।
অনুষ্ঠানে র‌্যাব-৬’র অধিনায়ক উইং কমান্ডার হাসান ইমন আল রাজীব বলেন, আত্মসমর্পণকৃত সাবেক এসকল বনদস্যু-জলদস্যুদের সুন্দর স্বাভাবিক জীবনে ফেরাতে র‌্যাব-৬ সার্বিক সহযোগিতা করবে।
র‌্যাব মহাপরিচালকের কথা ধরে তিনি বলেন, সুন্দরবনের জলদস্যু/বনদস্যু সংক্রান্ত সমস্যা সমাধানে র‌্যাব-৬’র পক্ষ থেকে আরও বেশি কার্যকর ব্যবস্থা নেয়া হবে। সুন্দরবনকে পুরোপুরিভাবে দস্যুমুক্ত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।