র‌্যাবের অভিযানে ঝিনাইদহে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

0
122
র‌্যাবের অভিযানে ঝিনাইদহে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহ হতে ১৪৯ বোতল ফেন্সিডিলসহ শেখ ফরিদ (৫২) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আসামী ফরিদ যশোরের চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামের মৃত: মোখলেছুর রহমানের ছেলে। আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা হয়েছে।
জানা গেছে, রবিবার (১৩ ফেব্রæয়ারি) র‌্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন যাদবপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন যাদবপুর বাজারস্থ জান্নাত টেলিকম (ওয়ালটন) এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী’কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজতে থাকা ১৪৯ বোতল ফেন্সিডিল, ০১টি মোবাইল এবং ০২টি সিম কার্ড উদ্ধার পুর্বক জব্দ করে। গ্রেফতারকৃত আসামী ও জব্দকৃত আলামত ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা রুজু হয়েছে।