রোহিত-ধাওয়ানের ব্যাটে উড়ে গেল আয়ারল্যান্ড

0
312

র্স্পোটস ডস্কেঃ
দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড। ৭৬ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেছে বিরাট কোহলির দল।

ডাবলিনে বুধবার টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের ঝোড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৫ উইকেটে ২০৮ রান তুলেছিল ভারত। রোহিত ও ধাওয়ান গড়েন ১৬০ রানের উদ্বোধনী জুটি, টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

রোহিত মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি। শেষ ওভারে আউট হওয়ার আগে ৬১ বলে ৮ চার ও ৫ ছক্কায় করেন ৯৭। ধাওয়ান ৪৫ বলে ৫টি করে চার ও ছক্কায় করেন ৭৪ রান। সুরেশ রায়না ১০ ও মহেন্দ্র সিং ধোনি ১১ রান করলেও অধিনায়ক কোহলি দুই বল খেলে ডাক মারেন। আয়ারল্যান্ডের পিটার চেজ ৩৫ রানে নেন ৪ উইকেট।

লক্ষ্য তাড়ায় কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের অসাধারণ বোলিংয়ের জবাব খুঁজে পাননি আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরা। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। সর্বোচ্চ ৬০ রান করেন জেমস শ্যানন।

কুলদীপ ২১ রানে ৪টি ও চাহাল ৩৮ রানে নিয়েছেন ৩টি উইকেট। ২টি উইকেট পেয়েছেন পেসার জাসপ্রীত বুমরাহ। ম্যাচসেরা হয়েছেন কুলদীপ।