রোহিত-ঝড়ে মনোবল উড়ে যায়নি

0
295

খুলনাটাইমস স্পোর্টস : রাজকোটে বড় ব্যবধানে হারলেও নিজেদের সামর্থ্য নিয়ে কোনো দ্বিধা তৈরি হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে। রোহিত শর্মার ঝড়ো ইনিংসে উড়ে যায়নি মনোবল। পেসার শফিউল ইসলাম জানালেন,পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে উন্মুখ তারা। সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ১৫৩ রানের পুঁজি নিয়ে লড়াই করতেই পারেনি বাংলাদেশ। রোহিতের তা-বের সামনে সফরকারী বোলারদের মনে হচ্ছিল অসহায়। তৃতীয় টি-টোয়েন্টির ভেন্যু নাগপুরে যাওয়ার আগে শফিউল জানালেন, বাইরে থেকে যাই মনে হোক, মাঠে খেলোয়াড়রা ম্যাচের কোনো পর্যায়ে হাল ছাড়েননি। “চেষ্টা করেছি প্রতিরোধ গড়ার। আমার সামর্থ্যে আমার বিশ্বাস ছিল। অসহায় ছিলাম, ব্যাপারটা ঠিক এমন না। কিভাবে ওকে রুখে দেওয়া যায়, সেই লক্ষ্য ছিল আমার। চেষ্টা করেছি। সবাই সেভাবেই চেষ্টা করেছে। আসলে ও ভালো ক্রিকেট খেলেছে।” ৪৩ বলে খেলা ৮৫ রানের ইনিংসে দলকে সমতায় ফিরিয়েছেন রোহিত। শফিউল আত্মবিশ্বাসী, ভারত অধিনায়ককে থামানোর পথ ঠিকই পেয়ে যাবেন তারা। “রোহিতের ভালো একটা দিন গেছে। একজন খেলোয়াড়ের যখন ভালো দিন যায়, তখন মানসিকভাবে আসলে আমাদের দুর্বল হয়ে যাওয়ার কিছু নাই। কারও এমন দিন গেলে যেকোনো দলকে হারানো সম্ভব। আমরা সবাই দৃঢ় আছি, এখনও একটা সুযোগ আছে। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াব।”