রোহিঙ্গা নির্যাতনে জড়িতদের শাস্তি চাইলো এবার ইউরোপীয় ইউনিয়ন

0
628

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঙ্গের পর এবার ইউরোপীয় ইউনিয়নের কার্যনির্বাহী সদস্যরা রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য অঞ্চলে মানবতাবিরোধী অপরাধে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে।রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা ভূমিকা নিয়ে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহেই ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন এক সভায় বসবে। সোমবার এক বিবৃতিতে ইউরোপীয়ন কমিশনের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল ‘‘গণহত্যার অভিপ্রায়”। যারা এ ঘটনায় জড়িত তাদের বিচার হওয়া উচিত। এ বিষয়ে যদি আরো কোন পদক্ষেপ নেয়া প্রয়োজন হয় তাহলে ইইউ সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করা হবে।রয়টার্স