রোটারী ক্লাব অব খুলনার পক্ষ থেকে কৃত্রিম পা বিতরণ

0
447

খবর বিজ্ঞপ্তি: বাংলাদেশের ৪র্থ প্রাচীনতম রোটারী ক্লাব “রোটারী ক্লাব অব খুলনা” এর ৬২তম অভিষেক ও কৃত্রিম পা বিতরণ অনুষ্ঠান খুলনা ক্লাব লিঃ এর অডিটরিয়ামে জাকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রোটারী ক্লাব অফ খুলনার ২০১৮-১৯ রোটাবর্ষের সভাপতি রোটাঃ প্রকৌশলী এস এম মনিরুজ্জামান। প্রোগ্রাম চেয়ারম্যান রোটাঃ প্রকৌশলী শেখ ওয়াহিদ্দুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রোটারীর জেলা গর্ভনর রোটাঃ এ এফ এম আলমগীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা গর্ভনর রোটাঃ এম এ আউয়াল এবং প্রাক্তন জেলা গর্ভনর রোটাঃ ইসতিয়াক এ জামান। এছাড়াও জেলা সেক্রেটারি রোটাঃ মোঃ ইকবাল হোসেন, রোটাঃ মোঃ সাহিদুল বারী, রোটাঃ এহসানুর হাবিব, রোটাঃ এম এ মালেক, প্রাক্তন জেলা সেক্রেটারি রোটাঃ পিনাক, রোটাঃ শহিদুল হাসান ফিরোজ, রোটাঃ হেলাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রোটারী ক্লাব অফ খুলনা বিগত ৬২ বছর মানুষের কল্যাণের জন্য যে সকল কাজ করেছে সে গুলো অনুষ্ঠানে প্রর্দশিত হয়। এ বছর ও এক জন গরীব পা হারানো লোক কে বিনা মূল্যে কৃত্রিম পা প্রদান করা হয়। তাছাড়া এক জন ভ্যানওয়ালাকে সাবলম্বী হওয়ার জন্য ভ্যান ক্রয় করার জন্য বিনা সুদে ঋণ প্রদান করা হয়।