রেলীগেট অবৈধ করাতকলের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা : ২ প্রতিষ্ঠানের জরিমানা

0
506

খানজাহান আলী থানা প্রতিনিধি : অবৈধ করাতকলের বিরুদ্ধে রেলীগেটে শনিবার বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইমরান খান রেলিগেট এলাকায় অভিযান চালিয়ে সুন্দরবন স’মিল ও রুপানিপ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ফুলতলা উপজেলা রেঞ্জ অফিসার এনামুল হক, দিঘলিয়া উপজেলা বন কর্মকতা মোঃ রজব আলী মোল্লা, ফুলতলা উপজেলা বন কর্মকতা মোঃ জহিরুল হক ও দৌলতপুর থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের খবর পেয়ে কাঠ শিল্পালয় এন্ড স’মিল আদর্শ ট্রেডার্স স’মিল এন্ড ফার্নিচারমাট, ভাই ভাই স’মিলস বন্ধ করে পালিযে যায়। ফুলতলা উপজেলা রেঞ্জ অফিসার এনামুল হক জানান করাত কর লাইসেন্স বিধিমালা ২০১২ এর ৩ধারা মতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং আগামী ১০ দিনের মধ্যে সকল করাত কল মালিকদেরকে লাইসেন্স করার জন্য সময় দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল করাতকলে এ অভিযান চলবে।