রূপসা উপজেলায় আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

0
296

রূপসা উপজেলার মাসিক সমন্বয় ও আইন
শৃংখলা সভা রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা-৪ আসনের সংসদ-সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী। সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার। বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান কামাল উদ্দীন বাদশা, ভাইস চেয়ারম‍্যান আবদুল্লাহ যোবায়ের,ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা মো:ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপী দাস, ম‍্যাধমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন, প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:আরিফ হোসেন,যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, বিআরডিবি কর্মকর্তা তারেক আজিজ, সহকারী মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা,মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, অধ‍্যক্ষ ফ ম আ:সালাম, ইউপি চেয়ারম‍্যান আশরাফুজ্জামান বাবুল, আলহাজ্ব এসহাক সরদার,কামাল হোসেন বুলবুল, আওয়ামীলীগ নেতা আ:মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, প‍্যানেল চেয়ারম‍্যান রিনা পারভীন, সাংবাদিক আ:মজিদ শেখ, ফ ম আইয়ুব আলী সহ বিভিন্ন কর্মকর্তাববৃন্দ প্রমূখ।

আব্দুস সালাম মূর্শেদী এমপি, প্রধান অতিথির বক্তৃতায় বলেন শিয়ালী -শেখপুরা নদীর উপর যাতায়াতের জন‍্য ব্রীজ নিমার্ণ করার জন‍্য ১৫লাখ টাকা বরাদ্দ করেছেন। তাছাড়া করোনা ভাইরাসে সকল মানুষকে সর্তক থাকার আহবান জানান এবং আইন শৃংখলা সঠিক রাখার জন‍্য প্রশাসনকে সহযোগিতা করার জন‍্য সকলকে আহবান জানান।
পরে উপজেলা প্রশাসন পিপিই প্রদান করেন রূপসা থানা ও স্বাস্থ‍্য কমপ্লেক্সে। প্রতিনিধি