রূপসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
137

রূপসা প্রতিনিধি :
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবির পিছনে বঙ্গবন্ধুর সাহসী নেতৃত্ব মূখ্য ভূমিকা পালন করেছে। একুশের চেতনা অর্থাৎ বাঙালি সংস্কৃতিকে সর্বস্থরের মানুষের মাঝে ছড়িয়ে দিয়েছেন শেখ হাসিনার সরকার। তিনি আরও বলেন,নতুন প্রজন্মের সামনে জাতির প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশ সৃষ্টির পিছনে যত আন্দোলন সংগঠিত হয়েছে তার সবকিছুতেই ছিলো বঙ্গবন্ধুর প্রত্যক্ষ সমর্থন। আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ ফ ম আ. সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফেরোজ মনা,কৃষি কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন বর্মকর্তা আরিফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোল্লা আবু বকর, মহিলা বিষয়ক কর্মকর্তা তহিরা খাতুন, ওসি তদন্ত সরদার ইব্রাহিম সোহেল,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির শেখ প্রমূখ। এর পূর্বে একুশের প্রথম প্রহরে রূপসায় কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন,বাংলাদেশ আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্কুল-কলেজ, পেশাজীবী সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পুষ্পমাল্য অর্পণ এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতষ্ঠানের ভবন এবং শিক্ষা প্রæতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।