রুপসায় অসহায় মেয়ের বিয়ে দিয়ে আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি সহধর্মিণী

0
255

নিজস্ব প্রতিবেদক:
খুলনার রুপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে রহিমনগর গ্রামের পিতৃহীন অসহায় পরিবারের মেয়ে নুরজাহানের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করে দৃষ্টান্ত স্থাপন করলেন, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী মিসেস সারমিন সালাম। নৈহাটি ইউনিয়নে রহিমনগর গ্রামের বিধবা মিনারা দুই সন্তানের জননী। অর্থাভাবের কারণে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না অসহায় এই পরিবারটি। মেয়ের বিয়ের সাহায্যের জন্য ছুটে যান ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যদের কাছে। পরে বিষয়টি এমপি সহধর্মিণী মিসেস সারমিন সালামের কাছে পৌছালে। তিনি মেয়ের বিয়ের সকল দায়িত্বভার গ্রহন করেন এবং ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যদের উপস্থিত থেকে তাদের বিয়ে সম্পন্ন করার নির্দেশ দেন।
পরে ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র সদস্যরা বিয়ের দিন-তারিখ নির্ধারণ, কেনাকাটা, বরযাত্রীদের আপ্যায়ন থেকে শুরু করে স্বামীর বাড়িতে পৌঁছানো পর্যন্ত সকল কাজ সম্পন্ন করে দেন। এসময় কনের মা মিনারা বলেন, টাকার অভাবে মেয়েকে বিয়ে দিতে না পারায় দিশেহারা হয়ে পড়েছিলাম। এমপি সহধর্মিণীর সহযোগিতায় মেয়েটির বিয়ে দিতে পারলাম।