রিলিফ সমাধান নয়, প্রয়োজন কূটনৈতিক তৎপরতা : উখিয়ায় খালেদা জিয়া

0
586

খুলনা টাইমস প্রতিবেদন : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রোহিঙ্গা বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা। এই সমস্যা সমাধান করতে অনেকেই রিলিফ নিয়ে তাদের পাশে হাজির হচ্ছেন। কিন্তু, রিলিফ বা ত্রাণই এই সমস্যার সমাধান নয়। রোহিঙ্গা সংকট নিরসনে সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দ্রুত আলাপ আলোচনা করে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে।

সোমবার উখিয়ার পালংখালীতে অবস্থিত ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমরা প্রথমে সেনাবাহিনীর মোতায়েনের জন্য আহ্বান জানিয়েছিলাম সেই অনুযায়ী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। আমরা চাই সেনাবাহিনী যেনো তাদের কার্যক্রম অব্যহত রাখুক।

এ সময় মিয়ানমারকে মানবতার স্বার্থে তার দেশের নাগরিককে ফিরিয়ে নিয়ে তাদের ব্যবসা বাণিজ্যসহ সকল ধরনের নাগরিক সুবিধা প্রদানের আহ্বান জানান তিনি।

বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশের পক্ষে এত মানুষকে বেশিদিন বহন করা সম্ভব নয়। যে সমস্ত গরিব মানুষ মারা যাচ্ছে, তাদের ইতোমধ্যে ২ লাখ টাকা দেয়া হয়ছে। বিএনপির পক্ষ থেকে ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং ত্রাণ প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তবে সরকার সেভাবে তৎপরতা চালাচ্ছে না।