রাষ্ট্রিয় এবং দলীয় বাহিনী ব্যবহার করে ভোটাধীকার ছিনিয়ে জয় নিশ্চিতের পরিকল্পনা করা হচ্ছে

0
493

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, দলীয় প্রার্থীদেরকে জিতাতে রাষ্ট্রিয় প্রতিষ্ঠানকে কাজে লাগাতে চাপ প্রয়োগ করা হচ্ছে। আইনশৃংখলা এবং দলীয় বাহিনী দিয়ে জনগণের ভোটার্ধীকার ছিনিয়ে নিয়ে বাকশালদের জয় নিশ্চিতের গভির পরিকল্পনা চলছে। তিনি এ সকল পরিকল্পনা প্রতিহত করতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মিকে প্রস্তুত থাকতে বলেন। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন নির্বাচিত হলের শ্রমিকদের সকল ন্যায় সঙ্গত দাবী এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় তার সর্বোচ্চ সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি মঙ্গলবার সকালে কেসিসি ২নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় এ কথা বলেন। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথসভায় বক্তৃতা করেন ২০ দলীয় জোটের বিজেপির সভাপতি মোঃ লতিফুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাতক্ষিরার সাবেক এমপি কাজী আলাউদ্দিন, জাতিয় পার্টি (জাপোর) সভাপতি মোঃ মোস্তফা কামাল, মহানগর নেতা সিরাজউদিদন সেন্টু, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি মীর কায়ছেদ আলী, মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক অধ্যক্ষ তরিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক ওয়াহিদুজ্জামান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গোলাম রসুল খান, শেখ আব্দুস সালাম, আনছার চৌধরী, রফিকুল ইসলাম শুকুর, এনামুল হাসান ডায়মন্ড, শরীফ মোজাম্মেল হক, শেখ হাসিবুল হাসান, তোকাচ্ছের আলী, মোল্যা সোহাগ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, দিদারুল ইসলাম লাভলু, মোল্যা সোলায়মান, কাজীশহিদুল ইসলাম, শেখ মোসলেম, সৈয়দ শাহজাহান, আলহাজ্জ শেখ আলামিন, ইমদাদুল হক, মিনা মুরাদ, আব্দুল হাই রুমি, হেলাল শরিফ, মীর শওকত হোসেন হিন্টু, অধ্যাপক শফিকুল আলম মুন্সি, তারেক মাহমুদ কচি, আঃ রহমান মুন্সি, আঃ মজিদ, ওবায়দুর রহমান, শহিদুল ইসলাম, জামাল হোসেন, শহিদুল ইসলাম সোহেল, মশিউর রহমান, সাজেদুল ইসলাম সাজু প্রমুখ।

এ সময় ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ সাইফুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী লায়লা আঞ্জুমান বানু তার সাথে গণসংযোগে উপস্থিত ছিলেন। সকাল থেকে তিনি ওয়ার্ডের কেবল শিল্প লিঃ, সোনালী জুট মিলস, এ্যাযাক্রা জুট মিলস, ফুলবাড়ীগেট, সেনপাড়া এলাকায় পথসভা এবং বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।