রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে খুবি উপাচার্যের অভিনন্দন

0
426

বিজ্ঞপ্তি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার মাধ্যমে উক্ত পদে অধিষ্ঠিত হওয়ায় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদকে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। রাষ্ট্রপতির কাছে পাঠানো এক অভিনন্দনপত্রে তিনি বলেন ‘বাংলাদেশে একটানা দ্বিতীয় মেয়াদে মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের মতো বিরল সম্মানে আপনি ভুষিত হয়েছেন। এটি আপনার ব্যাপক জনপ্রিয়তা, মেধা, প্রজ্ঞা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতি জাতির প্রগাঢ় শ্রদ্ধা, অবিচল আস্থা ও ভালবাসার ফলশ্রæতি। মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আপনি বিশ্ববিদ্যালয়সমূহের মাননীয় চ্যান্সেলর এবং আপনি খুলনা বিশ্ববিদ্যালয়েরও চ্যান্সেলর। এ জন্য আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হওয়ায় আমরা খুবই আনন্দিত। আপনি আপনার কর্মকালে এদেশের মানুষের মনিকোঠায় স্থান করে নিতে সক্ষম হবেন এবং রাষ্ট্রের কর্ণধার হিসেবে আপনার প্রজ্ঞায় ও অভিভাবকত্বে বাংলাদেশ অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে বলে আমরা প্রত্যাশা করি। একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় আপনার দিকনির্দেশনায় আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে বলে আমরা আশাবাদী।’  তিনি মহান মহান আল্লাহপাকের নিকট রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।