রামপালে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলার উদ্বোধন

0
310

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ঃ রামপালে দুদিন ব্যাপি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মেলা-২০১৯ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় মেলার শুভ উদ্বোধন করেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন । উত্তোরন সফল প্রকল্প ও সলিডারিড নেটওয়ার্ক এশিয়ার আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভায় সমাবেত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তুষার কুমার পাল এর সভাপতিত্বে ও সফল প্রকল্পের চৌধুরী আবুল কালাম এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মোসাম্মাৎ হোসনেয়ারা মিলি। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কৃষ্ণা রাণী মন্ডল, সলিডারিড এর প্রজেক্ট ম্যানেজার সুরাইয়া খাতুন ও উত্তরন প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসেন। এ সময় অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন রামপাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, সলিডারিডাড’র গৌতম কুমার ঘোষ, সফল প্রকল্পের রামপালের ৭টি ইউনিয়নের অসংখ কৃষক ও এ প্রকল্পের সুবিধাভোগী লোকজন। মেলায় খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন প্রকল্প দেখানো হয়। এছাড়া রামপালের বিভিন্ এলাকায় খাদ্য নিরাপত্তা ও পুষ্টি বিষয়ক যে কর্মসূচী গ্রহন করা হয়েছে , সে সম্পর্কে ও উপস্থিত সবাইকে অবগত করানো হয়। বিকালে রয়েছে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শিল্পীদের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা সূত্রে জানাগেছে আগামীকাল বিশেষষ্ণ ডাক্তারদের দ্বারা গরীব রোগীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে