রামপালের গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সংবাদ সম্মেলন

0
399

রামপাল প্রতিনিধি:
রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গাজী গিয়াশ উদ্দিনের বিরুদ্ধে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম সরদারের ফেসবুক আই.ডি থেকে মিথ্যা অভিযোগ করে মহাসিন মল্লিক নামের এক ব্যক্তি যে তথ্য ছড়িয়ে দিয়েছে তার প্রতিবাদ করে এক সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৫ টায় গৌরম্ভা আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গাজী গিয়াশ উদ্দিন বলেন, আমি তালুকদার আঃ খালেক ও আমার মায়ের সমতুল্য হাবিবুন নাহারের অনুপ্রেরণায় ১৯৯৬ সাল থেকে গৌরম্ভা ইউনিয়ন আওয়ামীলীগের সাথে আছি। আমি বর্তমানে এই ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। এক সময় আমি উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলাম। আমার রাজনৈতিক জীবনে আমি এই ইউনিয়নের কোন লোকের ক্ষতি করেছি এমন নজির নেই। তিনি বলেন গৌরম্ভা ইউনিয়নের ২ হাজার বিঘা খাস জমি রয়েছে। এই খাস জমির ১ কাঠা জমিও আমি ভোগ দখল করি না। আমার দলীয় কোন লোকজনও করে না। আমি কোথায় খাস জমি দখল করে আছি এমন প্রমাণ দিতে পারলে চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়াবো। সাবেক চেয়ারম্যান সেলিম সরদার সরকারী কৈয়ার খালে বাঁধ দিয়ে ঘের করছে। ওই খালে বাঁধ থাকায় এলাকায় জলাবদ্ধতা দেখা যায়। তিনি বলেন সাবেক চেয়ারম্যান সেলিম সরদারের সাথে যারা আছে তাদের অনেকের নামে মামলা আছে। তারিক লস্কর, আরব আলী, মালেক ঢালী সহ যারা তার সাথে ঘোরাফেরা করে তাদের অধিকাংশ চোর, ডাকাত। আরব আলীর ছেলে আরিফুল শিবিরের একজন ক্যাডার। সে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছে। আমি জোর গলায় বলতে পারি গৌরম্ভা ইউনিয়নে এখন মাদক ও বাল্য বিবাহের হার অনেক কমে গেছে। সেলিম সরদার তার বাড়ির ছাদে বসে মহাসিন মল্লিককে দিয়ে আমার বিরুদ্ধে যেসব মিথ্যা বানোয়াট তথ্য প্রচার করেছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।