রাজশাহীতে বড়াল নদীর স্লুইসগেট থেকে ৩টি গলিত লাশ উদ্ধার

0
609

খুলনাটাইমস: রাজশাহীর চারঘাট উপজেলার বড়াল নদীর স্লুইসগেট থেকে তিনটি গলিত লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গতকাল শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে লাশগুলো উদ্ধার করা হয় বলে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলাম জানান। সকালে স্লইসগেট এলাকায় কুচুরিপানার মধ্যে প্রথমে স্থানীয়রা লাশগুলো দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উদ্ধারের প্রস্তুতি নেয়। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কুচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা তিনটি লাশের মধ্যে তিন জনই পুরুষ। তাদের একজনের বয়স ৫০ বছর আর বাকি দুই জনের বয়স ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। অন্য কোথাও থেকে লাশগুলো এখানে ভেসে এসেছে। তিনি বলেন, মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। চারঘাট থানার ওসি সমিত কুমার কু-ু বলেন, ঘটনাস্থলে চারটি গলিত লাশ ভাসছে বলে প্রথমে মনে হলেও পরে তিনটির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। অপরটি ছিল একটি মরা ভেড়া। এ ছাড়া সেখানে একটি মরা মহিষও পাওয়া গেছে। তিনটি লাশের মধ্যে দুটি কচুরিপানের নিচে ও একটি স্লুইসগেটের ভেতরে আটকে ছিল বলে জানান তিনি।