রাজশাহীতে গৃহবধূকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১

0
209

টাইমস ডেস্ক:
পূর্বশত্রুতার জেরে রাজশাহীর মোহনপুর উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে জখমের অভিযোগে দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর রাতে ভুক্তভোগীর বাড়িতে ঢুকে স্থানীয় আশরাফ আলী (৫০) ও তার ছেলে দেলোয়ার হোসেন বাবু (৩০) লোহার রড দিয়ে তাকে মারধর করেন। একপর্যায়ে দেলোয়ার হোসেন ধারালো হাঁসুয়া দিয়ে গৃহবধূর মাথায় কুপিয়ে জখম করেন। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গত বুধবার রাতে মোহনপুর থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। ওসি মোস্তাক আহম্মেদ বলেন, থানায় মামলা দায়েরের পর একজন আসামিকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।