রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭৫

0
234

টাইমস ডেস্ক:
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানে গ্রেপ্তার আসামিদের কাছ থেকে ৭ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ২: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১০। আটকরা হলেনÑ মো. নাসির (৩৫) ও মো. ওয়াহিদুল ইসলাম (৫০)। গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অ্যাডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে র‌্যাব-১০ এর একটি টিম রাজধানীর কামরাঙ্গীরচরে বড়গ্রাম চোয়ারম্যান বাড়ির মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে চার হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং দুই হাজার ৪৩০ টাকা জব্দ করা হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর অধিনায়ক জানান, আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজশে কামরাঙ্গীরচর থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।