রাঙামাটিতে পাহাড় ধসে নিহত ৮

0
404

অনলাইন ডেস্কঃ
রাঙামাটির নানিয়ারচরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে মা-ছেলে দুইজন নিহত হয়েছে। এছাড়া পৃথক ঘটনায় নিখোঁজ আছেন আরও চারজন। সোমবার ভোররাত থেকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৩ নম্বর বুড়ঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার স্মৃতি চাকমা (২৩) ও তার ছেলে আয়ুব দেওয়ান।

নিখোঁজরা হলেন ১ সাবেক্ষং ইউনিয়নের বড়কূল পাড়ার মহিলা মেম্বারের ছেলে রোমেন চাকমা (১৪), ২নং নানিয়ারচর ইউনিয়নের বড়কূল পাড়ার সুরেন্দু চাকমা (৫৫), রাজ্যদেবী চাকমা (৫০) ও সোনালী চাকমা (১৩)।

জানা গেছে, সোমবার ভোর রাতে বুড়িঘাট ইউনিয়নের ধরমপাশা কার্বারি পাড়ার একটি পরিবার মাটিচাপা পড়ে। এতে স্মৃতি চাকমা ও তার ছেলে আয়ুব চাকমা মারা যান। সকালে ওই পরিবারের ফুলজীবী চাকমা ও ইতি দেওয়ান নামে আরও দুইজনকে জীবিত উদ্ধার করে পরিবারের সদস্যরা। তবে পৃথক ঘটনায় নিখোঁজ চারজনের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

নানিয়ারচর উপজেলার চেয়ারম্যান কোয়ালিটি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ভারি বৃষ্টিতে মাটিচাপা পড়ে বুড়িঘাট ইউনিয়নে দুইজন মারা গেছে। এছাড়া সাবেক্ষং ও নানিয়ারচর ইউনিয়নে আরও ৪ জন নিখোঁজ রয়েছে।