রমজান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস : মৎস্যমন্ত্রী

0
558

তথ্যবিবরণী : রমজান মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ মাস। ইসলাম সবসময় শান্তির কথা বলে। তিনি বলেন, দেশের স্বার্থে সাংবাদিকদের সঠিক সংবাদ প্রচার করা বাঞ্চনীয়। সংবাদ প্রচারে কেহ যেন বিভ্রাšিততে না পরে সে দিকে খেয়াল রাখতে হবে। দেশ সকল ক্ষেত্রে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বেশি বেশি প্রচার করতে মন্ত্রী সাংবাদিকদের প্রতি আহবান জানান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজ সন্ধ্যায় খুলনা ডুমুরিয়া প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খান আলী মুনসুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ বেগম এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাবিল হোসেন। ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি কাজী আবদুল্লাহ এতে সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডুমুরিয়া ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ জোমাদ্দার, আটলিয়া ইউপি চেয়ারম্যান এ্যাড. প্রতাপ রায়, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ নেওয়াজ জোয়াদ্দার। এসময় অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দুপুরে মন্ত্রী ডুমুরিয়ার ভদ্রা নদীর খনন কাজ খর্ণিয়া ও শোভনার অংশ পরিদর্শন করেন।