রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিদর্শনে খুলনার জেলা প্রশাসক

0
473
????????????????????????????????????

তথ্য বিবরণী: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর পর্যবেক্ষন ও মানসম্মত পণ্য সামগ্রীর বিপণন নিশ্চিত করতে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন গতকাল বিকেলে খুলনার বড় বাজার পরিদর্শনে যান।
এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারী ব্যবসায়ী ও আড়ৎদারদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। পাইকারী পণ্যের বাজারে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে রাখায় ও ব্যবসায়ীদের ইতিবাচক কাজের জন্যে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সাথে কোন অসাধু চক্র নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে যেন জনদূর্ভোগ সৃষ্টি না করতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
জেলা প্রশাসক নগরীর বড় বাজারে পাইকারী আড়ৎ ও খুচরা দোকান ঘুরে দেখেন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কি না সে ব্যাপারে খোঁজ-খবর নেন।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, বাংলাদেশ কর্মচারি কল্যাণ বোর্ড খুলনার উপপরিচালক বিল্লাল হোসেন খান, জেলা বাজার কর্মকর্তা আব্দুস সালাম তরফদার, ব্যবসায়িক নেতা আব্দুল মতিন পান্না, অনিল পোদ্দার ও সৈয়দ বোরহান এ সময় উপস্থিত ছিলেন।