রইচপুরে জমিজমা বিরোধে এ কই পরিবারের ৪ জন আহত

0
150

সাতক্ষীরা প্রতিনিধি:
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রইচপুরে একই পরিবারের ৪ জনকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। সোমবার শহরের রইচপুর দক্ষিণপাড়ায় এঘটনা ঘটে। বর্তমানে আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন, রইচপুর এলাকার মৃত লোকমানের সরদারের পুত্র আনোয়ারুল ইসলাম ও মো: নজরুল ইসলাম, মো: বাদশা সরদারের পুত্র শাহাদাত হোসেন, শাহাজাহান হোসেন। এঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয়ে একই এলাকার মৃত. আহম্মদ আলীর পুত্র সিরাজুল ইসলাম গংয়ের সাথে বিরোধ চলে আসছিল আনারুল ইসলামদের সাথে। এর জের ধরে প্রায়ই আনারুলদের সম্পত্তি জোরপূর্বক জবর দখলের হুমকি ধামকি প্রদর্শন করে আসছিল। গত ২০ ডিসেম্বর ২০ তারিখে আনারুল ইসলামরা বাড়ির সীমানা নির্ধারণের সময় উল্লেখিত সিরাজুল ইসলামের নেতৃত্বে তাদের বাড়িতে প্রবেশ করে ঘেরাবেড়া ভাংচুরসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে। এঘটনায় আনারুল সদর থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং-১৪১৪। উক্ত বিষয়ে পুলিশ আসামীদের বিরুদ্ধে আদালতে ননএফআইআর প্রসিকিউন দাখিল করে। জিডির প্রসিকিউশনে জেল খেটে বাড়ি ফিরে এসে ১৮ মার্চ ২১ তারিখে আবারো সম্পত্তি দখলের উদ্দেশ্যে গালিগালাজসহ খুন জখমের হুমকি প্রদর্শন করতে থাকে এবং জমি মাপ জরিপকারী জাফরকেও হুমকি প্রদর্শন করে। এরপর গত ২২ মার্চ ২০২১ তারিখে জমি মাপ জরিপকারী জাফর আমাদের সম্পত্তি মাপ জরিপ করতে আসলে উল্লেখিত সিরাজুল ইসলামের নেতৃত্বে তার সহযোগী পর সম্পদ লোভী মৃত ফজর আলীর পুত্র আবুল বাশার, মোশারফ হোসেন, মৃত হোসেন আলীর পুত্র খাদেমুল ইসলাম, আব্দুস সামাদ, আব্দুস সামাদের পুত্র ওমর ফারুক, আ: মান্নানের পুত্র শাহাদাত হোসেন, মৃত জমির উদ্দীনের পুত্র আ: হান্নান, খাদেমুল ইসলামের পুত্র শিমুল হোসেন, মৃত এরফানের পুত্র আ: মান্নানসহ ১২/১৪ জনের একটি সংঘবদ্ধ বাহিনী হাতে লোহার রড, জি আই পাইপ, দা, শাবলসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে আনারুল ইসলামদের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করতে থাকে। তাদের অতর্কিত হামলায় আনারুল ইসলামদের একই পরিবারের ৪জন গুরুতর আহত হয়। সে সময় তাদের ডাক চিৎকারে স্থানীয় ছুটে এসে হামলাকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।