যুব গেমস্ খুলনা বিভাগের খেলা সম্পন্ন : সাঁতারে কুষ্টিয়া টেনিসে নড়াইল চ্যাম্পিয়ন

0
813

নিজ¯ , খুলনাটাইমস:
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে খুলনা বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ যুব গেমসের খেলা সম্পন্ন হয়েছে। শনিবার কুষ্টিয়ায় সাঁতার ও বাগেরহাটে টেবিল টেনিস ইভেন্টের মধ্যে দিয়ে খুলনা বিভাগীয় পর্যায়ের খেলা সম্পন্ন হলো। তরুণ ও তরুণী বিভাগে মোট ১৪টি ইভেন্টে সাঁতার প্রতিযোগিতা কুষ্টিয়া স্টেডিয়ামের সুইমিংপুলে অনুষ্ঠিত হয়।
তরুণদের ৫০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে কুষ্টিয়ার আল আমিন ২৯.২৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ১০০ মিটার ফ্রি স্টাইলে ০১.০৬.০৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার আশিক শেখ। ২০০ মিটার ফ্রি স্টাইলেও আশিক ২.২৬.০৪ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে ৩৪.১৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার আনোয়ার। ১০০ মিটার ব্যাক স্ট্রোকে ১.১৩.০৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার আল আমিন। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৩৫.০৬ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন বাগেরহাটের সুমন খান। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে কুষ্টিয়ার সোহান আলী ১.২১.০৯ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন।
তরুণীদের ৫০ মিটার ফ্রি স্টাইলে ঝিনাইদহের ছুমা খাতুন ৩৩.৭২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ১০০ মিটার ফ্রি স্টাইলেও তিনি ১.১১.৩১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ২০০ মিটার ফ্রি স্টাইলে যশোরে ফাতেমা ২.৩৮.৮৮ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে কুষ্টিয়ার রূপা খাতুন ১.২৭.০৫ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন। ১০০ মিটার ব্যাক স্ট্রোকেও রূপা খাতুন প্রথম হয়েছেন ১.২৭.০৫ সেকেন্ড সময় নিয়ে। ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ৪০.০০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন কুষ্টিয়ার খাদিজা আক্তার। ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকেও খাদিজাতুল কুবরা ১.২৩.০৭ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন।
অপরদিকে বাগেরহটে টেবিল টেনিসে তরুণ ও তরুণী বিভাগে মোট ৬টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। টেবিল টেনিসে তরুণদের দলগত ইভেন্টে সাতক্ষীরা জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা। নড়াইলের হয়ে অংশ নেন হয় জয়, অন্তর, স্বাধীন ও সাব্বির।
তরুণী গ্রপে এককে চ্যাম্পিয়ন হয়েছেন নড়াইলের মৌ। ফাইনালে একই জেলার তুষিকে পরাজিত করের তিনি। তরুণী দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে নড়াইলের মৌ-তুষি জুটি। ফাইনালে তারা মাগুরার অনিতা-পরমা জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। তরুণীদের দলগত ইভেন্টেও চ্যাম্পিয়ন হয়েছে নড়াইল জেলা। ফাইনালে তারা মাগুরা জেলাকে পরাজিত করে। নড়াইলের হয়ে এই ইভেন্টে অংশ নেন মৌ-তুষি ও যুথি।
#