যুদ্ধে ঝাঁপ দেয়ার আগে সিদ্ধান্ত নিন কি চান -মার্কিন নেতাদেরকে ম্যাটিসের পরামর্শ

0
304

খুলনাটাইমস বিদেশ :আমেরিকার পদত্যাগকারী প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, ইরাক এবং আফগানিস্তান যুদ্ধের ব্যাপারে মার্কিন সামরিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে মারাত্মক মতপার্থক্য ছিল কিন্তু নির্বাচিত রাজনৈতিক প্রতিনিধিদের কারণেই চ‚ড়ান্তভাবে যুদ্ধ শুরু হয়েছিল।স¤প্রতি প্রকাশিত এক স্মৃতিচারণমূলক গ্রন্থে এসব কথা বলেছেন জেমস ম্যাটিস। তিনি তার এ গ্রন্থে ইরাক যুদ্ধের জন্য সাবেক Jপ্রেসিডেন্ট জর্জ ডাবিøউ বুশকে দায়ী করেন। তিনি বলেন, ইরাক আগ্রাসনের বিষয়টি আমাকে বিস্মিত করেছিল, আমি তখন শুধু চিন্তা করেছি কেন আমরা আবার যুদ্ধ করছি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের সমালোচনা করেন জেমস ম্যাটিস। তিনি বলেন, ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ছিল অপরিকল্পিত এবং আগ বাড়িয়ে তা করা হয়েছে। একইভাবে তিনি আফগানিস্তান থেকে দ্রæত গতিতে সেনা প্রত্যাহারেরও সমালোচনা করেন। তিনি বলেন, এসব ক্ষেত্রে বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেয়া হয় নি।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে সরাসরি সমালোচনা না করলেও জেমস ম্যাটিস ইঙ্গিতে বলেছেন, ট্রাম্পেরে কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান হুমকির মুখে পড়েছে। জেনারেল ম্যাট্সি বলেন, “যুদ্ধ শুরুর আগে আপনি ঠিক করুন তা থেকে আপনি কি পেতে চান এবং তারপর আপনি দৃঢ় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যান; মাঝপথে থামবেন না।জেমস ম্যাটিস বলেন, “আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা আসলে কি চাযই সেই ব্যাপারে নিশ্চিত নই।” জেমস ম্যাটিস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রশাসনের দুই বছর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।