যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণে নতুন আইন

0
102
যুক্তরাষ্ট্রে বন্দুক নিয়ন্ত্রণে নতুন আইন

টাইমস বিদেশ : যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে পাস হওয়া বিলে এক দিনের মাথায় স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে এটি পরিণত হলো আইনে, যা ৩০ বছরের মধ্যে বন্দুক নিয়ন্ত্রণে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন। শনিবার বিলে স্বাক্ষরের আগে বাইডেন বলেন, বন্দুক নিয়ন্ত্রণে আসলে যা প্রয়োজন ছিল, তার চেয়ে আইনের বিধিনিষেধ কম হয়েছে। তবুও এই আইন জীবন বাঁচাবে বলে মনে করেন তিনি। ইউরোপে ক‚টনৈতিক শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে হোয়াইট হাউসে বাইডেন বলেন, যদিও এই বিলটি আমি যা চাই তা নিশ্চিত করে না, তবে এতে এমন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চ ও নিম্নকক্ষে ভোটাভুটিতে পাস হয় বিলটি। পরে স্বাক্ষরের জন্য পাঠানো হয় প্রেসিডেন্ট বাইডেনের কাছে। নতুন এই আইনে বলা হয়েছে, ২১ বছরের কম বয়সী কেউ আগ্নেয়াস্ত্র কিনতে চাইলে, তার ব্যক্তিগত ও পারিবারিক নানা বিষয় কঠোরভাবে যাচাই করা হবে। একই সঙ্গে হুমকি হিসেবে বিবেচিত অস্ত্রধারীদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র তুলে নিতে ‘লাল পতাকা’ আইন প্রয়োগের কথা বলা হয়েছে। খবর এএফপির। দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে: ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মুহাম্মদ নাসের আল আতেফি বলেছেন, বছরের পর বছর ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কৌশলগত অস্ত্র মজুত রয়েছে। ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল গতকাল রোববার এ খবর দিয়েছে। ইয়েমেনি প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, তাদের সামরিক প্রকৌশল বিভাগ দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ নানা ধরণের অস্ত্রের মজুত আরও বৃদ্ধি পায়। একইসঙ্গে আরও উন্নত ও নিখুঁত ড্রোনের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে। ইয়েমেনিদেরকে উসকানি দেওয়া বন্ধ করার আহŸান জানিয়ে জেনারেল নাসের আল-আতেফি বলেন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বাধীন আগ্রাসী জোটকে বলছি আপনারা ইয়েমেনকে আর উসকানি দেবেন না। জেনে রাখুন শত্রæদেরকে উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। কীভাবে শিক্ষা দিতে হয় সেটাও আমরা জানি। আনসারুল্লাহ আন্দোলনের পরামর্শগুলো না শুনলে শত্রæরা অনুতপ্ত হবে বলে তিনি ঘোষণা করেন। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্রদেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর আগ্রাসন শুরু করে। তবে এখন সেখানে যুদ্ধবিরতি চলছে। পার্সটুডে