যানজটে অতিষ্ঠ নারীদের সীমান্ত অবরোধ

0
176
যানজটে অতিষ্ঠ নারীদের সীমান্ত অবরোধ

টাইমস বিদেশ : সীমান্তগামী পণ্যবাহী ট্রাকের যানজটে আটকে পড়ে স্কুলে যেতে পারছে না সন্তান, অফিসে যেতে পারছেন না স্বামী। এমন পরিস্থিতিতে সীমান্ত অবরোধ করে আমদানি-রপ্তানি বন্ধ করে দেন নারীরা। ঘটনাটি ভারত-বাংলাদেশ সীমান্তের শিলিগুড়ি-ফুলবাড়ী সীমান্ত এলাকার। গতকাল সোমবার সকাল থেকে ফুলবাড়ী সীমান্ত চত্বরে কয়েকশো গৃহবধূ সীমান্ত অবরোধ করে। এতে বন্ধ হয়ে যায় ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম। ব্যাহত হয় ভুটান জয়গাও সীমান্তর আমদানি-রপ্তানি কার্যক্রমও। গৃহবধূদের অভিযোগ,সীমান্ত এলাকায় সুষ্ঠু পার্কিং ব্যবস্থা না থাকায় এশিয়ান হাইওয়ে ও তার আশেপাশের রাস্তায় যত্রতত্র পণ্যবাহী ট্রাক পার্কিং করে রাখা হয়। এতে ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে এলাকায়। যানজটের কবলে পড়ে প্রায় প্রতিদিনই তাদের স্বামীরা সময়মমতো অফিসে পৌঁছাতে পারছেন না ,শিশুরাও স্কুলে পৌঁছাতে পারছে না। এমনকী বিপদে-আপদে অ্যাম্বুলেন্স পর্যন্ত ওই এলাকায় ঢুকতে পারছে না। তাছাড়া বিভিন্ন রাজ্য থেকে আসা প্রায় কয়েক হাজার ট্রাক ড্রাইভার, খালাসিদের থাকার মত সুষ্ঠু বন্দোবস্ত না থাকায় রাস্তার উপরেই প্রকাশ্যে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন তারা, গোসলও করছেন রাস্তার উপরেই। যার ফলে ঘরের বাইরে বেরোতে পারছেন না ওই এলাকার নারীরা। এদিকে সকাল থেকে গৃহবধূদের বিক্ষোভে বন্দর কার্যক্রম অচল থাকার পর বিকেলের দিকে বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফুলবাড়ি সীমান্তের কিছুটা দূরে ৪০ একর জায়গার উপরে নতুন পার্কিং এলাকা তৈরি করা হয়েছে। তবে সেই পার্কিং এলাকায় ট্রাক ড্রাইভার-খালাসিদের দীর্ঘসময় থাকার কোনরকম বন্দোবস্ত নেই বলে অভিযোগ ট্রাক ড্রাইভারদের। তাদের দাবি, পুরনো বন্ধ পার্কিং এলাকা খুলে দেওয়ার। অবরোধকারী নারীরা তাদের এ দাবিকে সমর্থন জানান।