যশোরে বিয়ের প্রলোভনে প্রবাসীর থেকে ২৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

0
166

সাতক্ষীরা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছার এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে ইতালি প্রবাসী বাংলাদেশি যুবকের কাছ থেকে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাত করেছে। এ ঘটনায় প্রবাসী যুবক বাংলাদেশের রাস্ট্রদূতের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। একই সাথে ওই যুবকের পিতা যশোর আদালতে মামলা করেছেন। ভুক্তভুগি আশরাফুল ইসলাম চৌগাছা বড় কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। আর প্রতারণায় অভিযুক্ত মোছাঃ বিউটি নাজনীন ঝিকরগাছা উপজেলার বাকুড়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে এবং কর কমিশন কার্যালয়ে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করছেন। বর্তমানে তিনি খুলনা কর কমিশনের কার্যালয়ে কর্মরত আছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত চৌগাছায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মোবাইল এন্টারনেটের মাধ্যমে ২০১৫ সালে আশরাফুল ইসলাম ও বিউটি নাজনীনের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে বিয়ের বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়। এরপর আশরাফুল ইসলামের কাছ থেকে লেখাপড়াসহ অন্যান্য কারণ দেখিয়ে বিউটি নাজনীন এবং তার মা মোছাঃ ফাতেমা বেগম, পিতা লিয়াকত আলী ২০১৯ সালের ১ জুলাই পর্যন্ত বিকাশ, ব্যাংক এবং লোক মারফত ২২ লাখ ৯৫ হাজার ৪শ’ ৬৬ টাকা নিয়েছেন। এরপর আশরাফুল ইসলাম দ্রুত বিয়ে করার জন্য বিউটিকে জানালে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। বিয়ে করতে অস্বীকৃতি জানালে আশরাফুল ইসলামের পিতা আব্দুর রহিম বিউটি নাজনীন ও তার পিতা-মাতার সাথে দেখা করে বিয়ে করার কথা জানালে তারা সবাই অস্বীকার করেন। এরপর তিনি গত ৪ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। মামলায় আশরাফুল ইসলামের টাকা পাঠানো সকল ডকুমেন্ট উপস্থাপন করা হয়েছে। আদালত তদন্ত করে যশোর গোয়েন্দা পুলিশ ডিবিকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছে। এদিকে প্রায় ২৩ লাখ টাকা আত্মসাত করা আশরাফুল ইসলাম ইতালির বাংলাদেশী রাষ্ট্রদূতের নিকট অভিযোগ দিয়েছেন। রাষ্ট্রদূত অফিসের কাউন্সেলর মোঃ এরফানুল হক স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অভিযোগের ব্যাপারে তদন্ত ও প্রতিকার করার জন্য আদেশ দিয়েছেন। আদালতের নির্দেশে তদন্ত করছেন যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবির উপ-পরিদর্শক(এসআই) সোলায়মান। তিনি জানান, আশরাফুল ইসলামের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগটি তদন্ত চলছে। এখনো শেষ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) জুয়েল ইমরান বিষয়টি তদন্ত করছেন। এ ব্যাপারে তিনি জানান, তদন্ত চলছে। উভয়পক্ষের বক্তব্য নেয়া হয়েছে। দ্রুত তার প্রতিবেদন দেয়া হবে। এব্যাপারে অভিযুক্ত বিউটি খাতুনের মোবাইল ফোনে একাধিক বার যোজাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায় না৷অভিযুক্ত বিউটির পিতার মোবাইলে একাধিক বার ফোন দিলে মোবাইলে সংযোগ পাওয়া যায় না৷ এব্যাপারে জানার জন্য সাংবাদিক অভিযুক্ত বিউটির পিতার বাড়িতে গেলে বিউটির মা সাংবাদিককে মারতে যায়৷ এবং খারাপ আচারন করে৷

খুবিতে ‘জেলহত্যা দিবস : পিছনে ফিরে দেখা’
শীর্ষক ওয়েবিনার আগামী ৩ নভেম্বর
খবর বিজ্ঞপ্তি:
শোকবহ জেলহতা দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘জেলহত্যা দিবস:পিছনে ফিরে দেখা’ শীর্ষক এক ওয়েবিনার আগামী ৩ নভেম্বর বেলা ১১ টায় শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ওয়েবিনারে মূখ্য আলোচক থাকবেন প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। এছাড়াও আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় ওয়েবিনারে স্বশরীরে অথবা অনলাইনে সংযুক্ত থাকার জন্য সকল ডিন, ডিসিপ্লিন প্রধান/পরিচালক, প্রোভোস্টবৃন্দসহ বিভাগীয় প্রধানদের প্রতি কর্তৃপক্ষের নির্দেশক্রমে রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। ওয়েবিনারে সংযুক্ত হবার লিংক: যঃঃঢ়://নফৎবহ.ুড়ড়স.ঁং/ল/৬৭৪২৬৪৬৫৩২৪। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ যঃঃঢ়ং://িি.িভধপবনড়ড়শ.পড়স/শঁ.ধপ.নফ.ড়ভভরপরধষ তে সরাসরি দেখা যাবে।