যশোরে বন্য পাখিসহ পাচারকারী আটক

0
437

টাইমস্ ডেস্ক:

যশোরে ৩৬টি বন্যপাখিসহ এক পাচারকারীকে আটক করেছে র‌্যাব। সোমবার সকালে যশোর-মাগুরা মহাসড়কের কিছমত নওয়াপাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এ পাচারকারীকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর কবির (৪২) যশোরের শার্শা উপজেলার গোগা জেলেপাড়া এলাকার সাহেব আলী মোল্লার ছেলে।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কমান্ডার মেজর জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে বেনাপোলগামী ঈগল পরিবহনে পাচারের জন্য বন্যপাখি নিয়ে যাওয়া হচ্ছে।এর সূত্র ধরে তারা কিছমত নওয়াপাড়া এলাকায় রজনীগন্ধা ফিলিং স্টেশনের গাড়িটিতে তল্লাশি করেন। এ সময় বাসের বক্সের ভেতর ২টি কাঠের খাঁচায় থাকা ৩৬টি বন্য পাখি উদ্ধার করা হয় এবং জাহাঙ্গীরকে আটক করা হয়। আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা করা হয়েছে।