ম্যাচ জয়ের পর ব্রাজিলিয়ানদের জন্য দুঃসংবাদ

0
326

স্পোর্টস ডেস্ক:
রোমাঞ্চ ছড়িয়ে কোস্টারিকার বিপক্ষে অতিরিক্ত মিনিটের দুই গোলে অসাধারণ জয়ের পর দুঃসংবাদ শুনতে হয়েছে ব্রাজিলকে। ফিফার নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রধানকে ইতোমধ্যে দেশে পাঠানোর নির্দেশ দিয়েছে ফিফা।

ম্যাচ চলাকালীন এ ঘটনাটি ঘটে। ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রধান এন্টোনিও কার্লোস নুনেজ রাশিয়ার একটি রেষ্টুরেন্টে বসে নিজ দেশের ম্যাচ উপভোগ করছিলেন। ব্রাজিলিয়ান এক ভক্ত তার সঙ্গে দেখা করতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাকে দেখা করতে দিতে আপত্তি জানায়।

এতে ঐ সমর্থক বেশ ক্ষিপ্ত হয়ে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। জানা যায় ঐ সমর্থক আগের ম্যাচে সুইসদের সঙ্গে ড্র করার এমনিতেই ক্ষিপ্ত ছিল। সংবাদ সংস্থা ‘এস্তাদিও সাও পাওলো’র ভাষ্যমতে, সমর্থকের গালিগালজ নুনেজ রাগ সামলাতে না পেরে ওই ব্যক্তির মাথায় গ্লাস ছুঁড়ে মারেন। আর এতেই মারাত্মক জখম হন ওই সমর্থক।

এমন হট্টগোলের সঙ্গে সঙ্গেই রেস্টুরেন্টটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে ঘটনাটি ফিফার কান পর্যন্ত বিদ্যুৎ গতিতে পৌঁছে যায়। ফিফার আইন ভাঙ্গায় এখন তাই হয়ত বেশ বড় শাস্তির মুখেই পড়তে যাচ্ছেন কার্লোস নুনেজ। একজন ফুটবল ফেডারেশন প্রধান হয়ে এরকম আচরণের জন্য ফিফা থেকে বহিষ্কারও হতে পারেন তিনি।