মৌলবাদী, জামায়াত ও রাজাকারদের সংসদে দেখতে চাই না : শাহরিয়ার কবির

0
668

খবর বিজ্ঞপ্তি : একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি, লেখক সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, ৩০ লক্ষ শহীদের রক্তে অর্জিত মহান সংসদে কোন মৌলবাদী, জামাত, রাজাকারদের দেখতে চাই না। যে সকল রাজনৈতিক দল নির্বাচন করবেন তাদের কাছে আমাদের আহবান আপনারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, মাদক ব্যবসায়ী, মৌলবাদীদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেবেন না। জাতীয় সংসদে সকল সংসদ সদস্যকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেখতে চাই। নির্বাচন কমিশনার প্রতি আমাদের আহবান নির্বাচনী প্রচারনায় ধর্মের ব্যবহার কিংবা সাম্প্রদায়িক বিদ্বেষমূলক বক্তব্যকারীকে শাস্তির আওতায় আনতে হবে।
শুক্রবার বিকাল ৪টায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলার উদ্যোগে বিএমএ ভবনের কাজী আজাহারুল হক মিলনায়তনে মুক্তিযুদ্ধের চেতনা অভিযাত্রা “মুক্তিযুদ্ধে চেতনা ও আজকের বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি খুলনা জেলা কমিটির সভাপতি শেখ বাহারুল আলম। মূল আলোচনায় অংশগ্রহণ করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি লেখক সাংবাদিক শাহরিয়ার কবির ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী মুকুল। প্রবন্ধ উপস্থাপন করেন নারী নেত্রী সুতপা বেদজ্ঞ। সভা পরিচালনা করেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মহেন্দ্র নাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামল সিংহ রায়, মফিদুল ইসলাম, হুমায়ন কবির ববি, নুর ইসলাম বন্দ, সৈয়দ মনোয়ার আলী, শাহিন জামান পন, অধ্যাপক গৌতম কুন্ডু প্রমুখ।