মোড়েলগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ে মিড্ডে মিলের উদ্বোধন

0
254

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জ শিক্ষা প্রতিষ্ঠানে চালু হয়েছে বাধ্যতামূলক মিড্ডে মিল(মধ্যান্য ভোজ) পদ্ধতি। মঙ্গলবার দুপুরে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। সহকারি কমিশনার(ভূমি) রঞ্জণ চন্দ্র দে এ সময় তার সাথে ছিলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম জানান, ছাত্রীদের সু-স্বাস্থ্য নিশ্চিত করতে মিড্ডে মিল চালু করা হয়েছে। উদ্বোধনী দিনে বিদ্যালয়ের টিফিন ফান্ড থেকে খিচুড়ি খাওয়ানো হয়। এরপরে সকল ছাত্রী বাড়ি থেকে খাবার নিয়ে আসবে। টিফিনে সকলে একযোগে তা খেয়ে নেবে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণি পর্যন্ত ২৫০ জন ছাত্রী রয়েছেন।