মোড়েলগঞ্জে হরিসভা মন্দিরে প্রনামী বাক্স ভেঙ্গে টাকা ও প্রতিমার কপাঁলে টিপ চুরি

0
535

 মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে কেন্দ্রীয় সার্বজনিন শ্রী শ্রী হরিসভা মন্দিরে প্রনামী বাক্স ভেঙ্গে নগদ টাকা ও প্রতিমার কপাঁলে টিপ চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্দিরের পুরোহিত শশংকর চক্রবর্তী জানান, বুধবার সকাল ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় রাধা গোবিন্দ্র মন্দিরের সেবা পুজা করতে এসে দেখতে পায় রাধা গোবিন্দ মন্দিরের উত্তর পার্শে দরজাটি ভাঙ্গা। পরে ভিতরে এসে দেখতে পায় প্রনামী বাক্স খোলা বাক্সে রাখা বিভিন্ন ভক্তদের দেওয়া প্রায় ৪-৫ হাজার টাকা নেই। এছাড়াও মনসা দেবীর কপাঁলের ছোট ৪-৫ খানা স্বর্ণের টিপ নেই। মন্ডপের পুজারী মালামাল এলোমেলো। তাৎক্ষনিক বিষয়টি মন্দির কমিটির সভাপতি-সম্পাদক ও স্থানীয়দের অবহিত করেন। এ ঘটনার পর পরই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার সাহা বলেন, মন্ডপের চুরির বিষয়টি থানা অফিসার ইনচার্জকে মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত কোন অভিযোগ দেওয়া হয়নি। ধারনা করা হচ্ছে ভোর রাতের দিকে দরজা ভেঙ্গে এ চুরির ঘটনা ঘটেছে।