মোড়েলগঞ্জে আন্তর্জাাতিক অভিবাসী দিবস পালন

0
279

মোড়েলগঞ্জ প্রতিনিধি: “দক্ষ হয়ে বিদেশ গেলে,অর্থ সম্পদ দুই মেলে” প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ এর সহযোগীতায় অনুষ্ঠিত র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইন চার্জ কেএম আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকী বিল্লাহ, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন। স্বাগত বক্তব্য রাখেন ওকাপ প্রকল্প কর্মকর্তা মো. আল-আমিন।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, দেশের উন্নয়ন প্রবাসীদের রেমিটেন্স একটি বিশেষ ভূমিকা পালন করে। তবে বিষয় ভিত্তিক দক্ষ জনশক্তি প্রবাসী রেমিটেন্স উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারে।