মোড়েলগঞ্জের নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসা সেই সুপার শহিদুল ইসলাম আলমিরা কিনে দিলেন প্রতিষ্ঠানে

0
255

মোড়েলগঞ্জ প্রতিনিধি:
বাগেরহাটের মোড়েলগঞ্জে নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার শহিদুল ইসলামের বিরুদ্ধে নানাবিধ অভিযোগে প্রেক্ষিতে গত বৃধবার দৈনিক খুলনাটাইমস সহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর তার দুর্নীতি আড়াল করতে অবশেষে ২ বছর পরে সেসিপ প্রকল্পের অর্থ বরাদ্ধ দিয়ে ১৮ অক্টোবর বৃহস্পতিবার প্রতিষ্ঠানে নিলেন একটি আলমিরা।
এনিয়ে এলাকায় সর্বত্র গুঞ্জন, ১৮ সালের বরাদ্ধকৃত আলমিরা এখন মাদ্রাসায়। এদিকে ্মাদ্রাসা সুপার শহিদুল ইসলামের বিরুদ্ধে নতুন পাঠ্য বই নিয়ে অপচয়সহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ভিন্নভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হলে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ঘটনাটি তদন্ত কওে প্রতিবেদন দাখিলের জন্য মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নানকে নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা উক্ত ঘটনার তদন্তের জন্য বৃহস্পতিবার মাদ্রাসায় উপস্থিত হওয়ার কথা থাকলে সুচতুর সুপার শহিদুল ইসলাম অনিয়ম ঢাকতে কৌশল কওে বাজার থেকে নতুন একটি আলমিরা কিনে নিয়ে যায় মাদ্রাসায়।
এছাড়াও ওই সুপারের বিরুদ্ধে প্রতিষ্ঠানে পরিচালনায় অদক্ষতা নানাবিধ অনিয়মসহ ক্ষোভ রয়েছে স্থানীয় অভিভাবকদের। ২০১৯ সালে সরকারিভাবে শ্রেণী কক্ষের নতুনপাঠ্য বই চাহিদার চেয়ে অতিরিক্ত নিয়ে অযতেœ অবহেলায় ফেলে রেখেছে ¯ুÍপ আকাওে জরাজীর্ণ খাটের নিচে। সুপারের সাথে রয়েছে নৈশ প্রহরী শফিকুল ইসলামের সাথে স্থানীয় দলাদলী। সুপার ও নৈশ প্রহরীর অশ্লীল বাকবিতান্ডায় সাধারণ শিক্ষকদের হতে হচ্ছে মানক্ষুন্ন।
এ সর্ম্পকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান ১৮ অক্টোবর শুক্রবার বলেন, নিশানবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপারের নানাবিধ অনিয়মের তদন্তের নির্দেশনা বিষয়ে তিনি অবহিত নন। তবে সরকারি কোন প্রকল্পের টাকা মালামাল ক্রয় না করে আত্মস্বাতের কোন সুযোগ নেই।