মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের বাসায় দিবালোকে দুর্ধর্ষ চুরি

0
356

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলগমগীর হুসাইন এর বাসায় মঙ্গলবার প্রকাশ্যে দিবালোকে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এসময় তিনি তার বাসায় ছিলেন না। স্ত্রী ও সন্তান নিয়ে আগেরদিন বিকেলে চিকিৎসার জন্য খুলনায় অবস্থান করছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।জানা গেছে, ঘটনার দিন উপজেলা প্রশাসন চত্বরের তার সরকারি আবাসিক কোয়াটারের বাসায় সকাল আনুমানিক ১০.১৫ মি: থেকে পৌনে ১১ টার মধ্যে দরজার কয়রা ভেঙ্গে চোর প্রবেশ করে ষ্টিলের আলমীরা , শোকেজ ও মিডসেভ ভেঙ্গে যাবতীয় মালামাল স্বর্নালংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে ধারনা করা হচ্ছে । এটাকে একটি সুপরিকল্পিত চুরি হিসেবে মনে করছে অনেকে। উপজেলা সহকারী কমিশনার না থাকায় কি কি মালামাল চুরি হয়েছে তা নির্ধারন করা সম্ভব হয়নি। চুরির সময় চোরেরা পাশর্^বর্তী ফ্লাটের দরজার ছিটকানি আটকিয়ে দেয়। তবে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ও থানা অফিসার ইন চার্জ ঠাকুরদাশ মন্ডল বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এ দুর্ধর্ষ চুরির ঘটনা শুনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা সহ এলাকার লোকজনের ভিড় জমে। আর এভাবে প্রকাশ্যে দিবালোকে চুরির ঘটনায় অনেকেই অসন্তোষ প্রকাশ করেন। চুরি সন্দেহে সহকারী কমিশনার (ভূমি) মো. আলগমগীর হুসাইন এর বাসার কাজের বুয়া জমিলা আক্তারকে জিজ্ঞাসা বাদ চলছে।