মোরেলগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি পালিত

0
619

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাণিসম্পদ সপ্তাহ -২০১৮ উপলক্ষ্যে বুধবার স্কুল ফিডিং কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুধ ও শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছাহবে আলী, বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসেন আরা হাসি, শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার সাহা, সহকারি শিক্ষক মো.বদিউজ্জামান খান বাদল, নাসরিন আকতার,উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মোফাজ্জেল হোসেন, মোস্তফা কামাল প্রমুখ।


উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বাস্তবায়নে এ কর্মসূচিতে দুটি বিদ্যালয়ের সাড়ে ৫ শ’ শিক্ষার্থীদের দুধ ও ডিম খাওয়ানো হয়।##