মোরেলগঞ্জে ‘শিশুর পুষ্টি মায়ের সন্তুষ্টি’ প্রতিপাদ্য নিয়ে শিশুদের পুষ্টি কর্মকৌশল নির্বাচণ অনুষ্ঠান

0
373

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:

‘শিশুর পুষ্টি মায়ের সন্তুষ্টি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পিডিআই ফলাফল সহযোগীতা ও পুষ্টি কর্মকৌশল নির্বাচণী অনুষ্ঠান সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।
মোরেলগঞ্জ এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে মীম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামার এর সভাতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার,ভাইস চেয়ারম্যান ফাহিমা খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত ম্যানেজার ষ্টিফেন রিনোনাথ। সঞ্চালকের দায়িত্বে ছিলেন মো. নিজাম উদ্দিন ও প্রোগ্রাম ম্যানেজার সমর হালদার ।
পুষ্টি কর্মকৌশল নির্বাচণী অনুষ্ঠানে পৌরসভা, সদর ইউনিয়ন, বারইখালী, হোগলাবুনিয়া, নিশানবাড়িয়া, জিউধরা ও খাউলিয়া ইউনিয়নের ২৪ গ্রামের ৫ বছরের নীচের ১২০ জন শিশু সহ অপুষ্ট শিশুর মা, ভিডিসি সদস্য, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও এ অনুষ্ঠানে পুষ্টি বিষয়ক সাধারণ তথ্য ষ্টল, পিডি ইতিবাচক ব্যতিক্রম পরিবারের ফলাফল, এনপিডি-নন/না ইুতিবাচক ব্যতিক্রমি বিচ্যুতি এ ফলাফল, এনডি নেতিবাচক বিচ্যুতি পরিবারের ফলাফল, ফোকাস গ্রæপ ডিকাসন ফলাফল ও পুষ্টি কর্ণার নামে ৬টি ষ্টল প্রদর্শিত হয়। ##