মোরেলগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

0
352

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের মোরেলগঞ্জে বৃহস্পতিবার সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে। চলতি বছরে এসএসসি পরীক্ষা দুটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
প্রধান কেন্দ্র মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের সহকারী হল সচিব আবু সালেহ জানান, প্রথম দিন বাংলা ১ম পত্রে এ কেন্দ্রে মোট ৫ শ’ ৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ৩১১ জন ও ২৩৭ জন ছাত্রী। এ কেন্দ্রে অনুপস্থিত ৩ জন। ভেন্যু কেন্দ্র মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার জানান, এ কেন্দ্রে মোট ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৫৫ জন ছাত্র ও ৪৫৫ জন ছাত্রী অংমগ্রহন করেন।
অপরদিকে দাখিল পরীক্ষা ৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কেন্দ্র সচিব মাওলানা ফখরুল ইসলাম জানান, প্রথম দিন কোরান পরীক্ষায় মূল কেন্দ্র রওশন আরা বালিকা স্মৃতি মাধ্যমিক সহ ভেন্যু কেন্দ্র আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লতিফিয়া ফাযিল মাদ্রাসায় ৯ শ’ ৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন অনুপস্থিত ।
এছাড়াও মোরেলগঞ্জ এসএম কলেজ ভেন্যু কেন্দ্রে এসএসসি ভোকেশনাল শাখার ১৫২ জন ও দাখিল ভোকেশনাল শাখার পরীক্ষায় ১৪ জন সহ মোট ১৬৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন। কোন বহিষ্কার কিংবা অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি। ##