মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে আলোচনা সভা

0
307

এইচ এম শহিদুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
বাগেরহাটের মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষার মনোন্নয়নে গৃহিত উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে প্রধান শিক্ষকদের সাথে আলোচনা ও মতবিনিময় রোববার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন, কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দী, একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, উপজেলা শিক্ষক ও শিক্ষার্থীদের মনোন্নয়নের জন্য সকলকে দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠ হতে হবে। শিক্ষকরা হল মানুষ গড়ার কারিগর। তাই দেশ ও জাতির উন্নয়নে জন্য শিক্ষার্থীর প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব এই শিক্ষক সমাজের। তিনি শিক্ষকদের যথাযথভাবে দায়িত্ব পালনে আরো আন্তরিক হওয়ার আহবান জানান। মতবিনিময় সভায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৬০ জন প্রধান শিক্ষক অংশগ্রহন করেন।#