মোরেলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
404

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ বাজারে সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালতে অভিযানের খবর ছড়িয়ে পড়লে মিষ্টির দোকান , ঔষধের দোকান সহ অধিকাংশ দোকান বন্ধ হয়ে যায়। ভ্রাম্যমান আদালত নানা অভিযোগে সত্যতায় বাজারের ঠাকুরের মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। মুলতঃ এ খবর চারিদিকে ছড়িয়ে পড়লে মিষ্টির দোকান , ঔষধের দোকান সহ বিভিন্ন দোকান বন্ধ হয়ে যায়। অভিযানকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টও গোবিন্দ চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
এছাড়াও তিনি বাজারের ফুটপথে অবৈধভাবে গড়ে উঠা দোকানদারের প্রাথমিকভাবে সর্তকতা করে দেন । ফুটপথে রাখা যাবতীয় মালামাল দোকানে উঠিয়ে বিক্রি করার জন্য নির্দেশ প্রদান করেন।