মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরার উদ্ধোধন

0
375

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি ॥ বাগেরহাটের মোরেলগঞ্জউপজেলার ১৯৭০ সালে প্রতিষ্ঠিত ৭২নং নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরার উদ্ধোধন ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার সকালে উক্ত ডিজিটাল বায়োমেট্রিক হাজিরার উদ্ধোধন ও আলোচনা সভা সভাপতিত্ব করেন নেহালখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজমুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল হাজিরার উদ্ধোধন করেন নেহালখালী ও কে কে পোলেরহাট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার।

বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে ডিজিটাল বায়োমেট্রিক হাজিরার উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ২৭নং বুরুজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান মিজান, দৈনিক ভোরের দর্পন মোরেলগঞ্জ প্রতিনিধি শামীম আহসান মল্লিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএসসি সভাপতি মো: মোসলেম উদ্দিন, কুহারদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহামুদা আক্তার, ১৪৮ শেরে বাংলা প্রধান শিক্ষক কাজী মহিউদ্দিন, ৭৫ রাজৈর জামুয়া প্রধান শিক্ষিকা ছালমা আক্তার, ২৯ নংবলইবুনিয়া প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার, ৩০৬নং মধ্য কালিকাবাড়ী প্রধান শিক্ষিকা দিলরুবা আকতার, ১৪৯নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাহিদুলইসলাম, শিপ্রা রানী প্রমুখ।