মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

0
544

মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ

“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে “৪৬ তম জাতীয় সমবায় দিবস” উদযাপিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য সমবায় র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব মিলানায়তনে আলোচনা সভায় মিলিত হয় সবাই।

উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোজাম্মেল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মো. মাহামুদ হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আসাদুল হক।

সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ সাহাবুদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, জেলা পরিষদের সদস্য আফরোজা খানম, উপজেলা আয়ামী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান লাল, ইব্রাহীম হোসেন হাওলাদার, উপজেলা যুবলীগের আহবায়ক মোজাম্মেল হক মোজাম, কৃষকলীগের আহবায়ক আব্দুল হালিম জোমাদ্দার ও সেচ্ছাসেবক লীগের আহবায়ক ইলিয়াছ হোসেন দুলাল। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায় ও থানা ভারপ্রপ্ত কর্মকর্তা রাশেদুল আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ##