মোরেলগঞ্জে কৃষকদের মাঝে সার বীজ ও পাওয়ার টিলার বিতরণ

0
488

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কৃষক-কৃষানীদের মাঝে বৃহস্পতিবার দুপুরে বিনা মূল্যে আউশ বীজ, সার ও পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত উভয় বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন ।
খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে উফসী আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদরে মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং সেচ সহায়তা প্রদান কর্মসূচির শুভ উদ্ধোধন উপলক্ষ্যে অনুষ্ঠিত বিতরণী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপম রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু, ভাইস চেয়াম্যান ফাহিমা খানম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান এইচ এম মাহামুদ আলী ,চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের, খম লুৎফর রহমান, রায়েন্দা ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, যুবলীগ আহবায়ক মোজাম্মেল হক মোজাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আলমগীর হোসেন বাদশা, উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন বিশেষজ্ঞ মেজবাহ আহমেদ, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার জাকির হোসেন প্রমুখ। উপজেলা ১৬ ইউনিয়নের ৩৫০ জন চাষীকে ৫ কেজি করে বীজ, ২০ কেজি ইউরিয়া, ডিএপি ১০ কেজি, এমওপি ১৫ কেজি বিতরণ করা হয়।
পরে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ক্ষুদ্র চাষীদের কৃষি সহায়ক প্রকল্পের আওতায় কৃষক গ্রæপের ৩০% কন্ট্রিবিউশনে পাওয়ার টিলার এর শুভ উদ্ধোধন করা হয়। প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন উপজেলা ৭ টি গ্রপের ২১০ জন চাষীকে ৭ টি পাওয়ার টিলার বিতরণ করেন।##