মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের তথ্য দিতে হবে দুদককে

0
364

খুলনাটাইমস অর্থনীতি মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনের সব তথ্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দিতে হবে।রোববার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।দেশের মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।‘তথ্য প্রাপ্তির লক্ষ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসসমূহের গ্রাহক এবং লেনদেনের তথ্য প্রাপ্তিসহ সব ধরণের সহায়তা নিশ্চিতকরণ’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ের সব লেনদেনের তথ্য নেবে দুর্নীতি দমন কমিশন। এমএফএস কোম্পানিগুলো তাদের গ্রাহকদের তথ্য ও সব লেনদেনের তথ্য দুদকের কর্মকর্তাকে নিয়মিত জানাবে।গত বছরের ২১ নভেম্বর দুদকে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সার্কুলার জারি করেছে।সার্কুলারে তিনটি নির্দেশনা দেওয়া হয়েছেঃসংশ্লিষ্ট সকল এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠান কর্তৃক এমএফএস অ্যাকাউন্টের সকল ধরণের ক্যাশ ইন/ ক্যাশ আউটের ডিজিটাল মানি রিসিটের বিস্তারিত তথ্য দুদকের অনুসন্ধান/তদন্তের প্রয়োজনে সরবরাহ করতে হবে।এমএফএসগুলোর গ্রাহক এবং লেনদেনের তথ্যভান্ডার থেকে দুদকের কর্মকর্তাকে রিয়েল টাইম তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে হবে।একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন রোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট প্রোভাইডার কর্তৃক যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে ঘুষ লেনদেন হচ্ছে বলে অভিযোগ করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
গত ২১ নভেম্বর মোবাইল আর্থিক সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক বৈঠকে দুদক চেয়ারম্যান বলেন, মোবাইল ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে অপরাধীরা যাতে ঘুষ লেনদেন কিংবা জঙ্গি অর্থায়ন করতে না পারে সেটা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন দুদক।ওই দিন তিনি বলেছিলেন, অপরাধীরা এ জাতীয় চ্যানেল ব্যবহার করে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অপরাধ করে বলে কমিশনে অভিযোগ আছে।