মোবাইলফোনে শ্রমিকদের স্বাস্থ্যসেবা চালু

0
454

তথ্যবিবরণী:
করোনা ভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে শ্রম অধিদপ্তর মোবাইলফোনের (টেলিমেডিসিন) মাধ্যমে সার্বক্ষণিক শ্রমিকদের স্বাস্থ্যসেবা চালু করেছে। শ্রম অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি প্রশমনের জন্য শ্রম অধিদপ্তরের ১৭টি শ্রম কল্যাণ কেন্দ্র মোবাইলফোনে স্বাস্থ্যসেবা প্রদান করবে। শ্রম কল্যাণ কেন্দ্রের নাম এবং মোবাইল নম্বর নিম্নরূপ :

শ্রম কল্যাণ কেন্দ্র খুলনার খালিশপুর ০১৭১৮১১৯৯৪৯; খুলনার রূপসা ০১৭১৭৩৩৮২৩৪; কুষ্টিয়া ০১৭১২৫৯৯১৬৫। তেজগাঁও, ঢাকা ০১৭১৬০৮০২২৭; টংগী, গাজীপুর ০১৯২০৭১৫৯৮৪ । চাষাড়া, নারায়ণগঞ্জ ০১৭১৬০১১৪৩২; কালুরঘাট, চট্রগ্রাম ০১৫৫২৩৮৯৬২৫। ষোলশহর, চট্রগ্রাম ০১৮১৭৭৪১৭৪৬; আশুগঞ্জ, বি-বাড়িয়া ০১৭১৭১০৩৩৮৯। গাইবান্ধা ০১৯৭৯৮৭৪৪৭৭; বগুড়া ০১৬১৭১২৪৩২৯; সৈয়দপুর, নীলফামারী ০১৭১২২২৭৬২০। ফুসকুড়ি, মৌলভীবাজার ০১৭১১৩২৫৭১৩; চিকনাগুল, সিলেট ০১৭৯৯২০২৬২৩; শ্রীমঙ্গল, মৌলভীবাজার ০১৭১২৯২১২৯৫; শমসেরনগর, মৌলভীবাজার ০১৭১২৯০২৬৩১ এবং পাত্রখোলা, মৌলভীবাজার ০১৭১৭৪৪৬৯৬৫।

দেশের যে কোন প্রান্ত থেকে ফোন করে শ্রমিকরা সার্বক্ষণিক তাঁদের স্বাস্থ্যসেবা পাবেন।