মোংলা বন্দর কর্মচারী সংঘের যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানোর অভিযোগ

0
212

বাগেরহাট প্রতিনিধি:
মোংলা বন্দর কর্মচারী সংঘ( সিবিএ) এর আগামী নির্বাচন কে সামনে রেখে দির্ঘ ২৬ বছরের নেতৃত্বদান কারী বর্তমান যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান সাকিবসহ কয়েকজন স্বচ্ছ নেতাদের সুনাম নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে একটি চক্র। ওই চক্রের হোতারা আগামী নির্বাচনে প্রতিদন্ধি প্রার্থীকে গায়েল করতে আর নিজেদের নানা অপকর্ম ডাকতে স্বচ্ছ নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করানোসহ নানা মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। এনিয়ে চরম ক্ষুব্দ বন্দরের অধিকাংশ কর্মচারীরা।
মোংলা বন্দরে কর্মরত সিবিএর সদস্য মাসুম হেলাল জানান, বন্দরের সিবিএর কার্যনির্বাহী পরিষদের বর্তমান প্রভাবশালী এক নেতা নিজের অপকর্ম অন্যদিকে প্রভাবিত আর তার করা নানা অনিয়ম থেকে রক্ষা পেতে যুগ্নসম্পাদক মতিয়ার রহমান সাকিবের বিরুদ্ধে নানা কুৎসা রটাচ্ছে। মুলত দির্ঘদিন নেতৃত্ব দেয়ার কারনে বন্দর কর্মচারীদের কাছে জন প্রিয় হয়ে উঠেছেন সাকিব। আর তার ওই জন প্রিয়তা কমাতে সমাজের দর্পন সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করানোসহ বিভিন্ন আপপ্রচারে লিপ্ত রয়েছে ওই চক্রান্তকারী গ্রুফটি। এবিষয়ে মতিয়ার রহমান সাকিব বলেন, আমি দির্ঘ ২৬ বছর সিবিএর নেতৃত্ব দিচ্ছি। সে সুবাধে কর্মচারীদের জন্য কাজ করে চলেছি। এর মধ্য দিয়ে কখনো দুর্ণীতির আশ্রয় নেইনি। তাই অপপ্রচার চালিয়ে আমার জন প্রিয়তা ধবংস করা যাবেনা। জানা যায়, মো মতিয়ার রহমান সাকিব ১৯৯৪ সালে ততকালিন সিবিএ সাধারণ সম্পাদক মরহুম শফি মাস্টার এর সহযোগিতায় মোংলা বন্দরে চাকুরিতে যোগদান করেন। তার পিতা মোংলা বন্দরের সাবেক উচ্চমান সহকারী মরহুম রুস্তুম আলী বন্দরে চাকুরীরত অবস্থায় ২০০০ সালে অসুস্থ জনিত কারণে মৃত্বুরণ করেন। মেংলা বন্দরে বর্তমানে কর্মরত অধিকাংশ কর্মকর্তাদের দাবি যুগ্ন সম্পাদক মতিয়ার রহমান সাকিবের পিতা রুস্তম আলী একজন সৎ মানুষ ছিলেন।