ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বুয়েটের ১ প্রকৌশলী নিহত, ৩ প্রকৌশলী গুরুতর আহত

0
394

মোংলা প্রতিনিধি:
মোংলা-খুলনা মহাসড়কের গুনাই বিজ্র সংলগ্ন ভ্যাকটমারী এলাকায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বুয়েটের এক প্রকৌশলী নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো তিন প্রকৌশলী।
রামপাল থানা পুলিশের এস আই জয়দেব কুমার মন্ডল ও মো: মিজানুর রহমান শেখ জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে মহাসড়কের গুনাই ও বাবুর ব্রিজের মাঝামাঝি এলাকার ভ্যাকটমারী নামকস্থানে খুলনাগামী ১০ চাকা বিশিষ্ট একটি ট্রাকের (ঢাকা মেট্টো ট-১৮-০৩০৭) সাথে মোংলাগামী প্রাইভেট কারের (এক্স-ফিল্ডার) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটে থাকা বুয়েটের ৪ প্রকৌশলীর মধ্যে একজন ঘটনাস্থলে নিহত হন। নিহত মো: মোকাররম হোসেন (৩৫) বুয়েটের একজন প্রকৌশলী। দুর্ঘটনায় প্রাণে বেচে যান প্রাইভেটে থাকা বুয়েটের অপর তিন প্রকৌশলী। গুরুতর আহত এ তিনজনকে তাৎক্ষনিক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে কাটাখালী হাইওয়ে পুলিশের এসআই মো: আফজাল হোসেন নিহত প্রকৌশলী মোকাররমের মরাদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এ দুর্ঘটনার ঘটনায় কেউকে আটক করতে পারেনি পুলিশ। নিহত ও আহত প্রকৌশলীদের বাড়ী ফরিদপুরে বলে জানায় পুলিশ। পুলিশ আরো জানায়, বুয়েটের এ ৪ প্রকৌশলী বৃহস্পতিবার রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকায় নির্মাণাধীন একটি স্কুল কাম সাইক্লোন শেল্টারের কাজ তদারকি ও দেখার উদ্দেশ্যে সেখানে যাওয়ার পথিমধ্যেই এ দুর্ঘটনা ঘটে।